Khoborerchokh logo

গাইবান্ধার সাদুল্যাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি পরিবারের বসতবাড়ী পুড়ে ছাই । 103 0

Khoborerchokh logo

গাইবান্ধার সাদুল্যাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি পরিবারের বসতবাড়ী পুড়ে ছাই ।


খালেদ হোসেন,গাইবান্ধা 
গাইবান্ধার সাদুল্যাপুরে উত্তর দামেদরপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি পরিবারের বসতবাড়ী পুড়ে ছাই হয়েছে। এসময় প্রায় ২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল ভোরে জয়নাল মিয়ার গোয়াল ঘরের ভিতরের সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় । পরে পাশ্ববতী জোহা মিয়া , লাল মিয়া , রশিদ মিয়া সহ ৮টি পরিবারের ১২টি ঘর মালামাল পুড়ে যায়। এসময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা ৩ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্তরা জানান ০৬টি গাভী সহ  তাদের ২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে সকালে উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার খান বিপ্লব  ও স্থানীয় চেয়ারম্যান এ জেড এম স্বাধীন  ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। 


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com